
শিশির মাহমুদ :
পাবনায় নিখোজের চারদিন পর বিল্লাল (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পাবনা ডিবি পুলিশ।
শনিবার (১৩ই ফেব্রুয়ারী) দুপুর ১ টায় পাবনা সদরের ভাড়ারা শাহী মসজিদের দক্ষিন পাশের একটি ক্যানালের কচুরীপানার ভিতর থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল পাবনা আতাইকুলার দুবলিয়া সাদুল্লাহপুর শ্রীকোল গ্রামের আফজাল হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৯ই ফেব্রুয়ারী) বিল্লাল তার পিতার ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়, তারপর থেকেই নিখোজ ছিলো সে। ঐ দিনই তার পিতা আফজাল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় একটি জিডি করেন।
এরপর পাবনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পাবনা ডিবি পুলিশের এস আই অসিত কুমার ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে আজ ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পাবনা আতাইকুলার শ্রীকোলের মৃত আঃ হাই এর ছেলে সন্দেহভাজন বকুল (৪২) কে নাটোর সিংড়া থেকে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে আজ দুপুর ঐ নিখোজ শিশুর লাশ উদ্ধার করতে সক্ষম হয় পাবনা ডিবি পুলিশ।
নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিল্লালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভারী হয়ে গেছে পুরো গ্রাম।