
এম অলিউল্যাহ হাসনাইন
মানব জীবন এক বাস্তব সমীক্ষা
জন্ম থেকে মৃত্যু এক কঠিন পরীক্ষা।
শিশু কাল থেকে একাকিত্ব জীবনে
অনেক দুঃখ বেদনায় ক্ষনে ক্ষনে।
তথাপিও হাসি আনন্দে ক্ষণ গতে
ঘুরে ফিরে, হিল্লোলে যত্রতত্রে।
নেই আত্নীয়তার বিশালত্ব
জীবন পুজি মানব বন্ধুত্ব।
জীবনে যখন, যাহাই করেছে
আত্নীয় জনে নিঃস্বার্থে ঠকেছে।
অবশেষে জীবন সন্ধিক্ষণে
জীবন স্মৃতিতে ক্রন্দন ক্ষনে।
বাস্তবতায় জীবন সঙ্গী নিয়ে
একাত্বতা হয় যেন দুটি হিয়ে।
খুজে ফিরে পায় যেন প্রশান্তি
ভুলিয়ে দেয় যেন জীবনের ক্লান্তি।