আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তি উপলক্ষে তজুমদ্দিনে যুবলীগের মিছিল সমাবেশ।
সাইফুল ইসলাম সাইফুল ইসলাম
সাকিব

মেহেদী হাসান মামুন।।
আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তিতে তজুমদ্দিনে যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের শম্ভুপুর উত্তর ইউনিয়ন শিবপুর খাসের হাট বাজারে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, ’মানবিক যুবলীগকে যেন অন্য কোনো দিকে ধাবিত না করে, সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হতে হবে। ‘বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে থামিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি-জামাত নানাধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে এবং উন্নয়নের অগ্রযাত্রার বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন যুবলীগের প্রতিটি নেতা-কর্মী তাদের জীবন বাঁজী রেখে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে।
এসময় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন,
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শম্ভুপুর উত্তর ইউনিয়নের যুবলীগের সভাপতি হুমায়ুন কবির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর। সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান। তজুমদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।