
কলমে। মোঃ রাসেল।
হে মুক্তির বীর।
বাঙালি জাতির অহংকার।
শেখ মুজিবুর রহমান।
তোমার জন্য আজও কাঁদে।
কোটি কোটি মানুষের প্রান।
এনে দিলে তুমি স্বাধীনতা।
ছিন্ন করে সকল বাধা।
যতদিন রবে দেহে প্রাণ।
ভুলবো না তোমার অবদান।
পিতা তোমাকে জানাই সালাম।
তোমারই জন্য আজও কাঁদে।
কোটি কোটি বাঙ্গালীর প্রাণ।
তুমি এনে দিয়েছো লাল সবুজের পতাকা।
তুমি বাঙ্গালী জাতীর অহংকার।