
সাইদুল ইসলাম, ঝালকাঠিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা সভাপতি সাংবাদিক নেতা আজমীর হোসেন তালুকদারের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ডিসেম্বর) রাত সাড়ে ১২ টায় বাসভবনের ৩ তলার ২টি ষ্টোররুমে আগুন লেগে রুমে থাকা সকল মালামাল পুড়ে যায় । খবর পেয়ে জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, পৌর কাউন্সিলর বাবু তরুণ কর্মকার, নাসিমা কামাল, বিএমএসএফ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ খান, বিএমএসএফসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী ঘটনা স্থলে পরিদর্শন আসেন। আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন। আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।