
——-লেখক মোঃ জাহাঙ্গীর আলম –
বাংলা মানে বঙ্গ পিতা
মুজিব মানে দেশ—
মুজিব মানে লাল পতাকা
স্বাধীন বাংলাদেশ——
মুজিব মানে বাংলা ভাষা
লক্ষ গানের সুর—-
মুজিব মানে মুগ্ধ চয়ন
বদলা শেষে ভোর—
মুজিব মানে বিপ্লবী বীর
শ্রেষ্ট নেতার শির ——
মুজিব মানে বজ্র কন্ঠের
বিজয় গঙ্গার তীর—-
মুজিব মানে নির্দোষী এক
লোহার খাঁচায় বন্দী—–
মুজিব মানে সত্য সেনার
মিত্র হওয়ার সন্ধি——
মুজিব মানে শহীদ গাজী-
বীর শহীদের মিছিল—
মুজিব মানে রক্তে ভূমি
সোনার মাটি হাসিল–
মুজিব মানে আঁধার পথের
দীপ্ত প্রখর প্রদীপ—
মুজিব মানে স্বপ্নে ঘেরা
স্বর্গ সুখের দ্বীপ—–
মুজিব মানে কোমল হাসি-
মধু ভরা বদন—-
মুজিব মানে দেশের প্রতি
মায়া ভরা বাঁধন—-
মুজিব মানে সুখের লহর
ঘুমের শিশুর দোলনা—
মুজিব ছাড়া বুকের ব্যাথা-
লক্ষ ফোঁটা কান্না——–
চলমান—– সময় পেলে এডিট ——-