
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ আহরণের অপরাধে ২০ জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয় নৌকাসহ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৩ কেজি মা ইলিশ।
বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এ ,এফ, এম নাজমুস সালেহীন জানান, উপজেলা নির্বাহী কর্মকতা,সহকারি কমিশনার ভ’মি,স্থানীয় মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের পৃথক ২টি টিম ২৫ অক্টোবর থেকে ২৬ অক্টোম্বর সোমবার সকাল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তেঁতুলিয়া নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে বাহারুল,সাহিন,সজিব,নুরনবী, ফাহিম,অহিদ,নকিব,খোকন,আবদুল্যাহ, ও নাহিদ , নামক ১ ০ জেলেকে আটক করেন। পরে নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাহারুল,সাহিন, সজিব ও নুরনবীকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন।অপর ৬ জেলেকে ১৮ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে , সহকারি কমিশনার ভু’মি শোয়াইব আহমাদ মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে রুহুল আমিন,মোশারফ হোসেন,মিজানুর রহমান,আশিক,রিপন, রাকিব, কবির,হেজু,সোহেল ও জামাল নামক ১১ জেলেকে আটক করেন সহকারি কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রহুল আমিন,মোশারেফ হোসেন,মিজানুর রহমান,সুজন কে ১ বছর করে কারাদন্ড প্রদান ও অন্যদের জরিমানা করেন।