
রিপন শিকদার।
আমি আছি তোমারই জন্য।
আমি তোমাকে নতুন নামে ডাকতে চাই।
আমি ভালোবাসি তোমায় তাই তোমাকে নিয়ে আসা করে যাই।
তুমি ভালোবেসে কাছে এসে নতুন করে নাম দিয়ে যাও আমায়।
আমি আকাশে মেঘের দেশে তোমাকে নিয়ে বেশি বেড়াতে চাই।
আমি ভালোবাসি তোমায় আশা করি তাই।
ভালোবেসে কাছে এসে শীতল করবে আমার প্রাণ।
আমি তোমার জন্য অথৈ সাগরে ঝাপ দিতে পারি।
আকাশে বাতাসে মিশে গেছে আজ।
তোমার আমার দীর্ঘশ্বাস।
দুইজনে মিলে মিশে হাতে রাখি হাত।
শিশির ভেজা সব মাঠ।
শিউলির ফুলের ঘানে সব নিলো যে কেরি।
তোমার স্নেহের পরশে সবকিছু মিটে যাবে।
তোমার স্নেহের হাতের পরশ আমায় ভুলিয়ে দাও।
তুমি আমার কাছে এসে নতুন নাম দিয়ে যাও।
আমি আছি তোমা্রি।