
রিপন শিকদার।
মাঝে মাঝে তোমাকে নিয়ে অনেক কিছু ভাবে।
মেঘের ভেলার মতো দুজনে ভাসতে পারতাম যদি।
দুজনে মিলে গল্প করতাম সারাবেলা।
ব্যথার আগুনে পুড়ে গেছে সব।
অন্তরে স্বপ্নগুলো ভেঙ্গে খানখান হয়ে গেছে সব।
আমার সুখের পৃথিবী আঁধারে ঢেকে গেছে সব।
জীবনের চাওয়া পাওয়া গুলো মুছে গেছে সব।
যেদিকে তাকাই শুধু মরুভূমির মতো দুধু খা খা করতে সব।
মনে কত স্বপ্ন ছিল ভেঙ্গে দিয়েছো সব।
তুমি নিষ্ঠুর তুমি পাষান তোমার কোন দয়া মায়া নেই।
তুমি সব কিছু ভুলে গিয়ে ফিরে এসো আমার জীবনে।
এস কন্ঠে মিলাই নতুন সুর।
অজানা কে জয় করে নেই।
করে তুলি নতুন ভুবন।
জোসনা রাতে দুজনের অঙ্গে।
জ্যোৎস্না মাখি একসাথে।
তোমার মাথায় বুলিয়ে দিব হাত।
শোনাবো রূপকথার গল্প।
সেখানে থাকবে না দিদা আর দ্বন্দ্ব।
থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা।