
লোপা মনি।
সপ্তম শ্রেণীর ছাত্রী।
পূর্ব কদমতলি ঢাকা।
উজান নদীর নাইয়া তুমি যাও ভাটিয়ালি গান গাইয়া।
ভাটির দেশে যাইবা যখন আমার ভাইরে কইবা তুমি আমারে নাইওর নিতো আইয়া।
ছোটবেলা তুই আর আমি ভাইবোনে খেলতাম কত পুতুল খেলা।
ফিরে যদি পারতাম যাইতে সেই ছোটকালের বেলা।
মায়ের বকুনি তোর সেই শাসন আজ খুব মনে পড়ে রে ভাইয়া।
বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ভাই হল বড় আপন একেই বলে রক্তের বাঁধন।
স্কুলের টিফিন এর টাকা বাঁচিয়ে পুতুল বিয়ে খেলেছি কত।
সেই দিনের স্মৃতি মাখা দিনগুলি আজ খুব মনে পড়ে।
তোর সেই দুরন্তপনা আর শাসন আজ খুব মনে পড়ে রে ভাইয়া।
তোকে আমি খুব মনে করি তুই কি আমাকে মনে করিস রে ভাইয়া।