
মোঃ শাকিল চরফ্যাশন প্রতিনিধিঃ-
২০-০৯-২০২০ রোজ রবিবার রাত ৩.০০ টার সময় হঠাৎ ঘূর্ণিঝড়ে চরফ্যাশন উপজেলার, দুলারহাট থানার ৬ নং নীলকমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর কালু ঘরামী বাড়ির বড় ছেলে বঙ্কিম ঘরামীর ঘরের উপর বিশাল এক গাছ পড়ে স্ব পরিবারে অাহত হয় তাছাড়াও গবাদিপশু ক্ষতিগ্রস্থ হয়। উক্ত ঘটনাটি পরিদর্শন করতে অাসনে ৬ নং নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অালমগীর হোসেন হাওলাদার ও ৫ নং ওয়ার্ডের কাজল মেম্বার সহ অারো অনেকে। ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসি।
মোঃ শাকিল
চরফ্যাশন উপজেলার প্রতিনিধি
01303056517