
মোঃ শাকিল চরফ্যাশন প্রতিনিধিঃ-
১৮ ই সেপ্টেম্বর ২০২০,শুক্রবার । ভোলা গড়ার লক্ষ্যে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়!
ভোলা জেলার সদস্যের মতামতের ভিত্তিতে নতুন করে এগিয়ে চলার কর্ম পরিকল্পনা তৈরি করা হয়।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি ক্লিন – বরিশালের বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান ,
অতিরিক্ত সমন্বয়ক লজিস্টিক জায়েদ ইরফান আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন – চরফ্যাশন উপজেলা টিমের উপজেলা সমন্বয়ক মোঃ আতিকুর রহমান শিপন সহ বিডি ক্লিন – ভোলা টিমের অর্ধ শতাধিক সদস্য।
বিডি ক্লিন – ভোলা নতুন উদ্যমে এগিয়ে যাবে।
মোঃ শাকিল
চরফ্যাশন উপজেলার প্রতিনিধি
01303056517