
রিপন শিকদার। ঢাকা থেকে
স্বাধীনতা মানে নিজের মন মত চলাফেরা কাজ করা।
ওরা শৈশব থেকে দেখেছে খিদার যন্ত্রণা কাকে বলে।
স্কুলে যেতে পারে না মায়না দিতে হবে বলে।
তাই কাজ করছে চায়ের দোকানে ময়না জোগাতে হবে বলে।
তাকে জিজ্ঞাসা করলে সে বলতে পারবে স্বাধীনতা কাকে বলে।
এই বয়সে হাসবে খেলবে ছুটোছুটি করবে।
ক্ষুধার জ্বালায় কাজ করছে সারা দিন ভোরে।
পয়সা যোগাতে হবে মায়ের জন্য পথ্য কিনতে হবে সন্ধ্যা বেলা।
স্বাধীনতা মানে নতুন একটি পতাকা।
স্বাধীনতা মানেই নতুন একটি দেশ।
আজ ও মেয়েরা রাস্তায় বের হতে পারে ইভটিজিংয়ের ভয়ে।
ওদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় স্বাধীনতা মানে।
স্বাধীনতা কিন্তু অনুভবে আসেনি।
শ্রমিক টাকা বাঁচাতে পায়ে হেঁটে বাড়ি ফিরে।
ওরা কি বুঝতে পেরেছে স্বাধীনতা কাকে বলে।
ওরা জানতে চায় স্বাধীনতা কাকে বলে।