
আব্দুল মজিদ খাঁন মিলন
গাজীপুর প্রতিনিধি
র্যাব-১ এর সাড়াঁশি অভিযানে মৃত্যুর দুয়ার থেকে মায়ের কোলে শিশু নিশাত বাবু (৩),অপহরণের ৮ ঘন্টা পরে কালিয়াকৈরের চন্দ্রা মোড়ে হত্যার উদ্দেশ্য বাগানে নেওয়ার পথে অপহরনকারী সুইচ গিয়ার সহ আটক।উল্লেখ্য গতকাল দুপুর ১১.৩০ এর সময় মাসুম শিশুটিকে গাজীপুরের চৌরাস্তা এলাকা হতে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী ও হত্যার হুমকি দেয়া হয়েছিল,কাংখিত টাকা না পেয়ে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল অপহরণকারী।