
রিপন শিকদার।
তোমার কথা শুনে চোখের সামনে ভেসে ওঠে।
তোমার সৃতি গুলি দেখে চোখে নামে পানি।
আকাশের ঘন কালো মেঘ গুলি যেন ঝরে ঝরে পড়ছে।
আমি খুজি তোমার এই কারণ।
তুমি ছিলে একটি উজ্জ্বল নক্ষত্র।
তোমার সাথে পরিচয় হয়ে নতুন একটি সুরের ধারা পেলাম।
তোমার জীবন ছিল নদীর মত গতিহারা।
তুমি যখনই আমাকে ডাকবেন পাবে আমার সারা।
তোমার বড় নীল আকাশে আমার কি জায়গা হবে না।
দিনে দিনে তোমায় নিয়ে আমার মনে বীজ বুনেছি।
নতুন একটি চারা ফুটে উঠুক নতুন এক ধারা য়।
তোমাকে নিয়ে গড়তে চাই ভালোবাসার নতুন একটি ধারা।