পটিয়ার সুচক্রদন্ডী ২নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা প্রজন্মলী নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ-
পটিয়া পৌরসভা সুচক্রদন্ডী ২নং ওয়ার্ড নবগঠিত বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ পরিচিতি সভা সংগঠনের সভাপতি শিবুরাম দে সভাপতিত্বে সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পৌর সভাপতি শফিকুল ইসলাম শফি নেতৃত্বে দলের নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুচক্রদন্ডী ২নং এর চারবারের কাউন্সিলর ও পটিয়া পৌরসভার প্যানেল মেয়র -১ বাবু ইঞ্জিনিয়ার রুপক কুমার সেন। এতে আরো উপস্থিত ছিলেন নয়ন সেন কৃষ্ণ সেন, বিষ্ণ সেন, প্রদীপ সেন, দোলন সেন(কালু), শ্যামল বড়ুয়া, বরুণ সেন, শফিকুল ইসলাম শফি, সাইফুল ইসলাম বিপু, বাবলু সেন, সাধন দে, সুব্রত দে, শয়ন দে, লিকু সেন, কার্ওিক ঘোষ, সুজন মিএ, হৃদয় দে, পায়েল চৌধুরী, অভি সেন, চিরঞ্জিৎ সেন, বাপ্পু দাশ, প্রাভান ঘোষ, সুজয় দে, সুরঞ্জিৎ সেন, অনিক চৌধুরী, নির্মল দে, কমল দে, অভি দে, বিজয় ঘোষ, অন্তু দাশ, জনি দে, বাপ্পি ঘোষ প্রমুখ
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২