
লোপা মনি।
সপ্তম শ্রেণীর ছাত্রী।
পূর্ব কদমতলী ঢাকা।
এই ছবিটি এঁকেছে ও কবিতা লিখেছে।
চৈত্রের এই খরায় ফসল নষ্ট।
কৃষকের জীবন চালাতে খুবই কষ্ট।
জীবন নিভু নিভু করছে।
ফসল আসবে ঘরে কৃষকের মুখে আনন্দ ফুটবে।
ফসল নাই জমি নে।
কৃষকের বুকফাটা হাহাকার।
ঋণ দিব কি করে।
আগামী দিনগুলি চলবো কি করে।
গাছ নেই পাতা নদীতে নাই পানি।
এরপর কি হবে আমরা কি জানি।
পাখিরা গাইতো গান।
দক্ষিণা হাওয়ায় জুড়াইতে সবার প্রাণ।
বৃষ্টি যদি হয় গাছে নতুন পাতা গজায়।
পাখিরা গাইবে গান।
জমিনে আবার ফসল ফলাবে।
কৃষকের মুখে হাসি ফুটবে।
দুঃখ সবার আবার মুছে যাবে।