
রিপন শিকদার।
শিশির ভেজা সকাল রোদেলা দুপুর।
গোধূলি লগ্নে সন্ধ্যাবেলা।
মায়াবী জোসনা রাতে তোমারই কথা মনে পড়ে।
রাখালিয়া বাঁশি বাজায় যেন তোমারি কথা বলে।
নবান্ন উৎসবে তোমাকে ফিরে পেতে চাই।
এই হৃদয়ে তোমাকে ফিরে পেতে চাই সারা বেলা।
তোমার কোমল দুটি হাতে ছোঁয়া।
এ আকাশ বাতাস পাতাল তোমাকে খুঁজে বেড়ায় সারা বেলা।
ফিরে পেতে চাই যৌবনে তোমার নরম হাতের ছোঁয়া।
জোসনা রাতে দুজনে নদীর কিনারে বসে থাকা।
ফিরে পেতে চাই তোমার চাঁদের মতো মুখখানা।
ফিরিয়ে দিয়ে যাও সেই দিন গুলির মাঝে।