
রিপন শিকদার।
তুমি আমার পাশে থাকলে আমার চাওয়া পাওয়ার কিছু নাই।
আমি শুধু তোমাকে চাই তোমার আমার ভালবাসা শেষ হবার নয়।
তুমি আমার সাত রাজার ধন মানিক রতন।
তুমি আমার সকাল বেলার রবি জ্বলজ্বল করা আলো।
জ্যোৎস্না রাতে চাঁদের আলো।
তোমাকে নিয়ে আমি যেতে চাই নতুন একটি দেশে।
যেখানে থাকবে না হিংসা বিবাদ বিদ্বেষ।
জীবন আমার সুখের হবে তুমি যদি আমার পাশে থাকো।
তোমায় নিয়ে আমি হারিয়ে যেতে চাই সাত সমুদ্র পাড়ি দিয়ে।
জীবন এতো সুখের হয় ভাবিনিতো আগে।
তা সম্ভব হয়েছে তুমি আমার জীবনে আশাতে।
তোমার আমার ভালোবাসা দেখে পূর্ণিমার আলো হয় বুঝি প্রখর।
জীবন এতো প্রখর হল তুমি পাশে আছো বলে।