
রিপন শিকদার।
তোমায় আমি দেখিনি কল্পনা তোমার ছবি এঁকেছি।
উজ্জ্বল শ্যাম বর্ণের তুমি টানা টানা চোখ
গভীর রাতে বাতাসে ভেসে আসা তোমার
সুরেলা কন্ঠের আওয়াজ।
দরজা ভেদ করে সে আওয়াজ আমার কানে আসে।
তোমার কথাগুলো বেশ গোছানো।
তুমি আমাকে বলতো ভালোবাসা কাকে বলে।
তুমি মুখে বলতে না পারলে লিখে দেবে তো।
আমি তোমার মতো গুছিয়ে কথা বলতে পারিনা।
কি বলতে কি বলে ফেলি তুমি মনে কিছু কোরো না।
হৃদয়ের মাঝে তোমার ছবি এঁকে রেখেছি তুমি বোঝনা।
কি চুপ করে রইলে কেন তোমার বিশ্বাস হয় না বুঝি।
আমি অনেক যত্ন করে তোমাকে সাজিয়ে রেখেছি আমার হৃদয়ের মাঝে তুমি আমার হৃদয়ে রাজকন্যা বলে।