জয়পুরহাটে নিষিদ্ধ টাপেন্টা-পেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক।
সাইফুল ইসলাম সাইফুল ইসলাম
সাকিব

নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের কালাই উপজেলার বফলগাড়ী এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে র্যাব অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ৩ শত পিস টাপেন্টা ট্যাবলেট ও ৫০ পেন্টাডল ট্যাবলেট ট্যাবলেট সহ জহুরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জয়পুরহাট র্যাব।
বুুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জহুরুল ইসলাম কে আটক করে। আটককৃত মোঃ জহুরুল ইসলাম উপজেলার শিকটা এলাকার মৃত. সহির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার শিকটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় নিষিদ্ধ ৩০০ পিস টাপেন্টা, ৫০ পিচ পেন্টাডল ট্যাবলেট সহ জহুরুল ইসলাম কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নেশা জাতীয় মাদকদ্রব্য টাপেন্টা ও পেন্টাডল ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।